top of page

ঝুলন্ত দেহ উদ্ধার পুরাতন মালদায়

প্রথম পক্ষের মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।


Body found hanging in Old Malda
নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ছাতিয়ান মোড় এলাকায়

মৃত ব্যক্তির নাম গোপাল সাহা (৫০)। গোপালবাবু পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ইংরেজবাজারের নিমাইসরা এলাকার বাসিন্দা। গোপালবাবুর মেয়ে পায়েল মণ্ডল জানান, মা জুলি সাহার মৃত্যু হয়েছে। ছয় মাস আগে তাঁর বাবা গঙ্গা মণ্ডলকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বাবা তাঁদের ছেড়ে পুরাতন মালদার কোর্ট স্টেশনের কাছে ভাড়াবাড়িতে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে থাকতেন। গতকাল সন্ধেয় বাবা তাঁদের বাড়িতে ঘুরতে এসেছিল। তখন বাবাকে ফোন করেছিল দ্বিতীয় পক্ষের স্ত্রী। এরপরেই বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতভর বাবার খোঁজখবর পাওয়া যায়নি। আজ সকালে ছাতিয়ানমোড় বাগানপাড়া এলাকায় বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর অনুমান দ্বিতীয় পক্ষের স্ত্রী তাঁর বাবাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page