প্রার্থী অপছন্দ, বিজেপি জেলা কার্যালয়ে অবস্থান কর্মীদের
top of page

প্রার্থী অপছন্দ, বিজেপি জেলা কার্যালয়ে অবস্থান কর্মীদের

গতকাল জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর থেকেই জেলা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের।


গতকাল সন্ধেয় প্রার্থী ঘোষণার পরেই হরিশ্চন্দ্রপুর পার্টি অফিস ভাঙচুরের ছবি ধরা পড়ে। রাতে পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি পুরাতন মালদায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। আজও প্রতিবাদের ছবি ধরা পড়ল মালদা শহরে। সকাল থেকে বিজেপি জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।



উল্লেখ্য, গতকাল মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে গোপালচন্দ্র সাহার নাম ঘোষণা করা হয়। প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ ফেটে পড়েন পুরাতন মালদার বিজেপি কর্মীরা। গতকাল রাতে বিক্ষোভের পরও আজ জেলা বিজেপি কার্যালয়ে জমায়েত করেন ওই বিধানসভা এলাকার কর্মীরা। তাঁদের সাফ দাবি, মালদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করতে হবে। যদিও গোটা বিষয়ে বিজেপি জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page