হরিশ্চন্দ্রপুরে আমবাগানে উদ্ধার তাজা বোমা
আম বাগান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, ফায়ার ব্রিগেড ও বম্ব স্কোয়াড। বিধানসভা নির্বাচনের আগে চাঁচলের পর হরিশ্চন্দ্রপুরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রামপঞ্চায়েতের ইলাম গ্রামের একটি আম বাগানে চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার আইসি। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড ও বম্ব স্কোয়াড। এদিকে, চাঁচলের পর হরিশ্চন্দ্রপুরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অনুমান, আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যবহার করার উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করা হয়েছিল।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে ওই এলাকায় গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments