top of page

ভোটের মুখে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, জমি বিবাদের জের দাবি তৃণমূলের

বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে৷ গুলিবিদ্ধ অবস্থায় ওই বিজেপি কর্মীকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে৷ এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি৷



গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম উদয় মণ্ডল (৪৫)৷ বাড়ি শ্রীপুর মদনপুর গ্রামে৷ উদয়বাবু বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ৷ জানা গেছে, গ্রামে তাঁর ছয় বিঘা জমি আছে। এরমধ্যে চার বিঘা জমি দখলের চেষ্টা করছিল ছবিলাল। আজ ভুট্টার জমিতে একাই কাজ করছিল উদয়। অভিযোগ, আজ দুপুরে তৃণমূল কর্মী ছবিলাল মণ্ডল তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি লাগে উদয়বাবুর বাম পায়ে৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷



উদয়বাবুর দাদা শিবেন মণ্ডল জানান, গুলিবিদ্ধ হওয়ার পর উদয় আমাকে ফোন করে৷ ঘটনাস্থলে পৌঁছে উদয়কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসি৷ উদয় জানিয়েছে, তৃণমূলের এক কর্মী ছবিলাল মণ্ডল তাঁকে গুলি করেছে৷ ছবিলাল মণ্ডলের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল৷ আমার স্ত্রী বিজেপির পঞ্চায়েত সদস্য৷ যেহেতু আমরা বিজেপি করি, সম্ভবত সেই কারণেই গুলি মারা হয়েছে৷ এর আগেও আমাদের হুমকি দেওয়া হয়েছিল৷ সাত-আট মাস আগে ভাইকে অপহরণও করেছিল ওরা৷


জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর জানিয়েছেন, রাজনৈতিক নয়। জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page