জেলাপরিষদের দখল নিল বিজেপি, মিথ্যে প্রচার দাবি তৃণমূলের
জেলাপরিষদ হারানোর পরেই সাফাই গাইলেন জেলা তৃণমূল সভানেত্রী। তাঁর দাবি, মালদা জেলাপরিষদ এখনও তৃণমূলের দখলে রয়েছে।
উল্লেখ্য, আজ সকাল থেকেই হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মুকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। দলবদলের আঁচ পেয়েই সকালেই প্রার্থী পরিবর্তন করা হয় হবিবপুরের। দুপুরেই বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জেলাপরিষদ দখলের ইঙ্গিত দেন। এরপরেই বিকেলে জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ ১৪ জন কলকাতায় গিয়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন। কলকাতায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আজ জেলাপরিষদের সভাধিপতি সহ ১৪ জন বিজেপিতে যোগদান করেছেন। অর্থাৎ মালদা জেলাপরিষদ এখন বিজেপির দখলে। একই দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। তিনি বলেন, আজ ১৪ জন জেলা পরিষদ সদস্য বিজেপিতে যোগদান করেছেন। আগে ২ জন যোগদান করেছিলেন। আগে বিজেপির সদস্য ছিল ৫ জন। অর্থাৎ এখন বিজেপির সদস্য সংখ্যা মোট ২১। আজ থেকে মালদা জেলা পরিষদ বিজেপি পরিচালিত।
এদিকে, এই ঘটনার পর তড়িঘড়ি জেলা তৃণমূল কার্যালয়ে জেলাপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৌসম বলেন, এখন আপাতত জেলাপরিষদের ১৭ জন সদস্য এখানে উপস্থিত রয়েছেন। দুই সদস্য শারীরিক অসুস্থ থাকার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি। আরেকজন, উজ্জ্বল চৌধুরি মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি প্রচারে রয়েছেন। অর্থাৎ আমাদের কাছে এখনও বেশি সংখ্যক সদস্য রয়েছে। আজ যাঁরা বিজেপিতে যোগদান করলেন তাঁদের সকলকে সাসপেণ্ড করা হল।
[ আরও খবরঃ নারী দিবসে মালদা স্টেশন থেকেও চলল ‘লেডিস স্পেশাল’ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Hozzászólások