top of page

তৃতীয় ঢেউয়ের মুখে হেলথ ভলান্টিয়ার তৈরি করছে বিজেপি

করোনা আবহে আম-আদমির পাশে দাঁড়াতে এবার পথে নামছে গেরুয়া শিবির। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মুখে হেলথ ভলান্টিয়ার তৈরি করছে বিজেপি। আজ দুপুরে জেলা বিজেপি কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরও। এদিনের কর্মসূচিতে জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বরাও।


BJP-trained-health-volunteers-to-face-third-wave-of-Corona
৯২২৭৪৯২২৭৪ নম্বরে ফোন করলে পরিসেবা নিয়ে পৌঁছে যাবেন বিজেপির হেলথ্ ভলান্টিয়াররা

এদিন দুপুরে জেলা বিজেপির পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়। ৯২২৭৪৯২২৭৪ নম্বরে ফোন করলেই মানুষের কাছে পরিসেবা নিয়ে পৌঁছে যাবেন বিজেপির হেলথ্ ভলান্টিয়াররা। বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানান, করোনার তৃতীয় ঢেউয়ে মানুষের পাশে দাঁড়াতে বিজেপির পক্ষ থেকে হেলথ্ ভলান্টিয়ার তৈরির কাজ শুরু করা হয়েছে। এর আগেও করোনা আবহে বিজেপি মানুষের পাশে থেকেছে। কয়েকদিন জেলার একজন চিকিৎসক, একজন মহিলা, একজন সংগঠনের নেতা এবং একজন আইটি বিশেষজ্ঞকে প্রশিক্ষণ নিতে রাজ্যে পাঠানো হয়েছিল। তাঁরা প্রশিক্ষণ নিয়ে জেলার সমস্ত মণ্ডলের চিহ্নিত চারজনকে প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ প্রথম পর্যায়ে মোট ১৮০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে জেলার ২৮৮৪টি বুথে একজন মহিলা ও একজন পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভলান্টিয়ারদের সঙ্গে আমাদের রাজ্য ও কেন্দ্রীয় মেডিকেল ইউনিটগুলির সরাসরি যোগাযোগ থাকবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page