ব্যারিকেড ভেঙে এগোল মিছিল, প্রশাসনিকভবনের সামনে রুখল পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 12, 2021
- 1 min read
নারীদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদায় আইন অমান্য আন্দোলন করল বিজেপির মহিলা সংগঠন, মহিলা মোর্চা। এদিন দুপুরে একটি বড়ো বিক্ষোভ মিছিল মালদা শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখানোর জন্য পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়।
বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসনিকভবনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভ মিছিল প্রশাসনিকভবনে চত্বরে ঢোকার আগেই পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি হয় মহিলা মোর্চার। মহিলা মোর্চার কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডে পৌঁছয়। সেখানেও প্রায় ১৫ মিনিট ধস্তাধস্তি চলে।
সংগঠনের জেলা সভানেত্রী সুতপা মুখার্জি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। অথচ রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ, খুন বেড়ে চলেছে। অথচ সরকারের পুলিশ, প্রশাসন নির্বিকার। নারীদের সুরক্ষার দাবিতে আমাদের আইন অমান্য আন্দোলন।
[ আরও খবরঃ তলিয়ে গেল গঙ্গা পাড়ের আস্ত গোটা গ্রাম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments