top of page

ছেলেটির অপরাধ বিজেপি করত, দায় পুলিশকে নিতে হবেঃ বিজেপির রাজ্য সম্পাদক

গতকাল রায়গঞ্জে পুলিশি হেপাজতে মৃত দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ ও শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু৷ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ সকালে তিনি মালদায় আসেন৷ তবে রায়গঞ্জের ঘটনার প্রেক্ষিতে এই জেলায় কর্মসূচি কিছুটা কাটছাঁট করা হচ্ছে বলে জানান তিনি৷ আজ সকালে তিনি মালদা শহরে চায়ে পে চর্চায় অংশ নেন৷ দলের সদস্য সংগ্রহ অভিযানেও পা মেলান তিনি৷


Death in Police Custody
“বিচার না হওয়া পর্যন্ত থানা ঘেরাও চলবে”

গতকাল রাতে রায়গঞ্জে পুলিশি হেপাজতে অনুপ রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সেই জেলায় উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতি৷ এনিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, গতকাল বিকেলে কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে এক পুলিশ অফিসার অনুপবাবুকে বাড়ি থেকে ডেকে মোটরবাইকে তুলে কোথাও নিয়ে যায়৷ তারপর তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশি হেপাজতে তাঁর মৃত্যু হয়৷ রাতেই রায়গঞ্জ মেডিকেলে ওই বিজেপি কর্মীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়৷ এনিয়েও পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে৷

আজ মালদায় এসে সায়ন্তন বসু বলেন, গতকাল রায়গঞ্জে পুলিশ আমাদের এক নেতাকে প্রথমে পিটিয়ে, পরে গুলি করে খুন করেছে৷ ছেলেটি গত আট মাস ধরে ইটাহারে আমাদের নেতা হিসাবে কাজ করত৷ পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল৷ বেআইনিভাবে রাতে অনুপের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে৷ আমরা মৃতদেহের ফের ময়নাতদন্ত করার দাবি তুলেছি৷


তিনি আরও বলেন, আগামীকাল আমি রায়গঞ্জ যাচ্ছি৷ সেখানে থানা ঘেরাও করা হবে৷ এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত থানা ঘেরাও চলবে৷ ওই ছেলেটির একটিই অপরাধ, সে বিজেপি করত৷ এই ঘটনার দায় ওই জেলার পুলিশকে নিতে হবে৷ দোষী পুলিশ অফিসারকে গ্রেফতার করতে হবে৷ যতক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের দাবি পূরণ করছে, ততক্ষণ রায়গঞ্জে আন্দোলন চালিয়ে যাব আমরা৷




এদিকে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছিল৷ পুলিশি হেপাজতে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তাঁকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ কিন্তু কেন রাতেই তড়িঘড়ি ওই ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত করা হল, সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি পুলিশ সুপারের তরফে৷

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page