top of page

ঝাড়ু হাতে মেডিকেল কলেজে সাফাই অভিযানে বিজেপি

সেবা সপ্তাহের শেষ দিনের কর্মসূচিতে মালদা মেডিকেল কলেজ চত্বর সাফাই অভিযান চালাল মালদা জেলা বিজেপি। ঝাডু হাতে পুরো এলাকায় সাফাই করলেন কাউন্সিলরও।


আজ সকালে বিজেপির নেতা-কর্মীরা মালদা মেডিকেল কলেজের জরুরি বিভাগ, মাতৃ-মা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিটের সামনে এই অভিযান চালান। পাশাপাশি রোগীদের আত্মীয়দের মাস্ক বিলি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথ, বিজেপি নেতা বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে এই কর্মসূচিতে যোগ দেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও পুরসভার আরও দুই কাউন্সিলর অম্লান ভাদুড়ী ও সুতপা মুখার্জি।



বিশ্বজিতবাবু বলেন, তৃণমূলের দখলে থাকা সমস্ত পুরসভায় দুর্নীতি চলছে। ইংরেজবাজারও তার ব্যতিক্রম নয়। এরা শুধু মুখে উন্নয়নের কথা বলে। মালদা মেডিকেল কলেজের আবর্জনা পরিষ্কার হয় না। সামান্য বৃষ্টিতে জল জমে যায়। আমরা আজ মালদা মেডিকেল কলেজ চত্বর সাফাই অভিযান চালাচ্ছি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page