বিজেপি প্রার্থীকে গুলি, প্রতিবাদে অবরোধ
মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সকাল থেকে দফায় দফায় পথ অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, গতকাল সাহাপুর গ্রামপঞ্চায়েতের ঝন্টু বাজার এলাকায় গুলিবিদ্ধ হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। কর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন৷ রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে ছুটে যান জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। ছুটে যান জেলাশাসক ও অতিরিক্ত পুলিশসুপার।
এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি যুব মোর্চার কর্মীরা। আর ভোর থেকে ফের সেই ঘটনার প্রতিবাদে চলতে থাকে অবরোধ কর্মসূচি। ভোরে পুরাতন মালদার চেঁচুমোড়ে, পরে রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি।
[ আরও খবরঃ নাইট কারফিউ-লকডাউনের সম্ভাবনা ওড়ালেন মুখ্যমন্ত্রী ]
জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে জেলা জুড়ে আন্দোলনের জোয়ার বইবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments