top of page

শোকের বদলে কার্নিভ্যাল করছে রাজ্য এই অভিযোগে সরব বিজেপি

জলপাইগুড়িতে হড়পা বানে মৃত্যু হয়েছে আটজনের। শোকের বদলে কার্নিভ্যালে মজেছে তৃণমূল সরকার, এমনই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ বিজেপির।


আজ দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিজেপি যুব মোর্চার তরফে অবস্থান বিক্ষোভ করা হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা। খগেন মুর্মু জানান, দশমীর রাতে জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে আটজনের মৃত্যু হয়েছে। এর আগেও এধরণের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। সমস্ত কিছু জানার পরেও কেন প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। প্রশাসনের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। রাজ্য সরকার শোক প্রকাশের পরিবর্তে কার্নিভ্যাল করছে। এরই প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page