সুপারকাপ শুরু হতেই হরিশ্চন্দ্রপুরে উপচে পড়ল মানুষের ভিড়
সোমবার থেকে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সাদলিচকে হাট সংলগ্ন ময়দানে শুরু হল সাদলিচক সুপারকাপ। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরের ফুটবলপ্রেমীদের মধ্যে লক্ষ্য করা গেল উচ্ছ্বাস।
আজ দুপুরে ফিতে কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুভেদা বিবি। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান এবং বিশিষ্ট সমাজসেবী আশরাফুল হক। এবছর এই টুর্নামেন্ট সাত বছরে পড়ল। এবছরের আট দিনের এই টুর্নামেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশগ্রহণ করেছে। এদিনের উদ্বোধনী খেলা দেখতে মাঠে ভিড় উপচে পড়েছিল।
[ আরও খবরঃ নির্বাচনের আগে রাস্তা তৈরির অভিযোগে রাজনৈতিক তরজা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires