top of page

সাড়ে পাঁচ বিঘা গাঁজা চাষ নষ্ট করল পুলিশ

প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করল বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুরে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের মণ্ডায় গ্রামে হানা দিয়ে ৫.৪ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। সেই চাষ নষ্ট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। জমির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই অভিযানে উপস্থিত অতিরিক্ত পুলিশসুপার (রুরাল), বৈষ্ণবনগর থানার আইসি সহ পুলিশকর্মীরা।


 Baishnabnagar police destroyed cannabis cultivation



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page