top of page

নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার অডিও ক্লিপ নিয়ে চাঞ্চল্য

গোঁজ প্রার্থীকে টাকা দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার টেলিফোনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। যদিও সেই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি আমাদের মালদা।


Audio-clip-goes-viral-in-Malda
বেশ কয়েকজন বিজেপি কর্মী ওই বিধানসভা এলাকা থেকে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতীকী ছবি

উল্লেখ্য, মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। গৌরবাবুর নাম ঘোষণা হতেই মানিকচক ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। জেলা সভাপতি সহ রাজ্য নেতৃত্বকে প্রার্থী পরিবর্তনের দাবি জানান ওই ব্লকের কর্মীরা। তবে রাজ্য কিংবা জেলা নেতৃত্ব এনিয়ে কোনও হেলদোল না দেখানোয় বেশ কয়েকজন বিজেপি কর্মী ওই বিধানসভা এলাকা থেকে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেন। এরপরেই ওই বিজেপি কর্মীদের টাকার বিনিময়ে মনোনয়নপত্র প্রত্যাহারের করার অনুরোধের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেই অডিও ক্লিপ কেন্দ্র করে শোরগোল পড়েছে জেলা জুড়ে। যদিও এপ্রসঙ্গে কোনও বিজেপি কর্মী কিংবা নেতার কোনও মন্তব্য পাওয়া যায়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page