সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর: অধীর
top of page

সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর: অধীর

দলীয় প্রার্থীর সমর্থনে মালদায় এসে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আজ দুপুরে চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে রোড-শো করেন তিনি।


আজ চাঁচল বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী আসিফ মেহবুবের সমর্থনে নির্বাচনি প্রচারে আসেন অধীর চৌধুরি। সকাল ১০টায় হেলিকপ্টারে করে চাঁচল পাঞ্চালী পাড়া সংলগ্ন মাঠে এসে পৌঁছন তিনি। সেখান থেকে হুডখোলা গাড়িতে চাঁচলের কলিগ্রাম, দরিয়াপুর, গোপালপুর, আশাপুর, ভেবা, চাড়ালু সহ বেশ কিছু এলাকায় রোড-শো করেন তিনি। তাঁর রোড-শোতে বাইক মিছিল ছিল চোখে পড়ার মতো।



সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, সংখ্যাালঘুদের ইমাম ভাতা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হচ্ছে আর মুখ্যশমন্ত্রী মাছের তেলে মাছ ভাজছেন। তিনি সংখ্যালঘুদের তালাক দিয়ে এখন হিন্দুদের সাথে ঘর করছেন। সংখ্যালঘুদের থেকে ভোট চাওয়ার আগে তাঁর ক্ষমা চাওয়া উচিত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page