Search
মহিলা সহ পরিবারকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 14, 2019
- 1 min read
Updated: Oct 15, 2020
প্রতিবেশীর বাড়ি দখলের চেষ্টায় বাড়ি ভাঙচুর সহ তিনজনকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন আকবর আলি, আফজাল আলি ও শবনাম খাতুন। জানা গিয়েছে, আকবর আলিদের কয়েকবিঘা জমির উপর একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য মইনুল শেখ ও তার দলবল। গতকাল রাতের অন্ধকারে মইনুল শেখ ও তার দলবল আকবর আলির বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দেয় তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, সেই সময় তাঁদের ওপর চড়াও হয় মইনুল ও তার দলবল। হাঁসুয়া-লাঠির আঘাতে আহত হন পরিবারের তিন সদস্য। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। এই ঘটনায় আজ দুপুরে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments