top of page

প্রার্থীর ওপর হামলা দিদিমণির নির্দেশে হয়েছে, তদন্ত চান সায়ন্তন

মালদা বিধানসভার প্রার্থীর চিকিৎসা চলাকালীন ওই এলাকায় তাঁর হয়ে প্রচার করবেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। আজ সকালে ঝন্টু মোড় এলাকায় চায়ে-পে চর্চায় অংশ নিয়ে তিনি নিজে একথা জানান। পাশাপাশি এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূলকেও এক হাত নেন তিনি।



সায়ন্তনবাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। এই ঘটনায় পরে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। নির্বাচন কমিশন জগন্নাথের মতো বসে রয়েছে। মনে হচ্ছে নির্বাচন কমিশন দিদিমণির ধমকানিতে ভীত হয়ে পড়েছে। যে বলছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে, তাঁকে গ্রেফতার করে জেরা করা উচিত। মুখ্যমন্ত্রী এই ঘটনার দায় এড়াতে পারেন না। শীতলকুচির ঘটনা যেমন দিদিমণির উসকানিতে হয়েছে, তেমনই আমাদের প্রার্থীর ওপর হামলা দিদিমণির নির্দেশে হয়েছে। এই ঘটনার পুরো তদন্ত হওয়া উচিত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page