top of page

বোমা তৈরির মশলা সহ গ্রেফতার কারবারি

বোমা তৈরির মশলা পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার কারবারি। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মহানন্দা নদীর শ্রীপতিপুর ঘাট এলাকায়। ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কারবারির নাম ইউসুফ আলি (৩৪)। বাড়ি চাঁচলের চন্দ্রপাড়া এলাকায়। গতকাল সন্ধেয় ইউসুফ মোটরবাইকে বোমা তৈরির মশলা নিয়ে নদী ঘাটে হাজির হয়। উত্তর দিনাজপুর এলাকার এক ক্রেতাকে সেই বোমা তৈরির মশলা দেওয়ার কথা ছিল তার। তবে পুলিশি অভিযানে মশলা পাচারের আগেই গ্রেফতার হয় ইউসুফ। উদ্ধার হয় প্রায় ১০ হাজার টাকার বোমা তৈরির মশলা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, চার বছর আগে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ হারায় ইউসুফের ছেলে। বিভিন্ন থানায় ইউসুফের নামে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।



সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা করেছে চাঁচল থানার পুলিশ।


[ আরও খবরঃ প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, স্ত্রীর মর্যাদা পেতে ধরনা যুবতির ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page