top of page

এনডিএ পরীক্ষায় দুর্দান্ত ফলাফলের নজির অর্ণবের

ইউপিএসসি আয়োজিত ন্যাশনাল ডিফেন্স আকাদেমি পরীক্ষায় সারা দেশে ৬৬তম স্থান অধিকার করল মালদার ছেলে অর্ণব। ইন্ডিয়ান এয়ারফোর্সে কমিশনড হতে চান তিনি। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।


ইংরেজবাজার পুরসভার বাঁশুলিতলার বাসিন্দা অর্ণব দাস। বাবা অশোক দাস স্কুল শিক্ষক ছিলেন। অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন অর্ণব। মা বিপাশা তালুকদার দাস জহুরাতলা হাইস্কুলের শিক্ষাকর্মী। অর্ণব রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র। বরাবরই ভালো ফল করত সে। মাধ্যমিকে ৯৫ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ৮২ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন অর্ণব। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তবে ছোটো থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। তাই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এনডিএ পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যান তিনি। দুইবার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসেও ভালো ফল হয়নি। তবে তাতেও মনের জোর হারাননি অর্ণব। গত বছর নভেম্বরে ফের সেই পরীক্ষায় বসেন তিনি। পরীক্ষার ফল বেরোতেই দেখা যায় সারা দেশে ৬৬তম স্থান পেয়েছেন অর্ণব।অর্ণব জানান, বিভিন্ন ওয়েবসাইট আর ইউটিউব দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। প্রথম দুইবার লিখিত পরীক্ষায় অসফল হওয়ার পর তৃতীয়বার লিখিত পরীক্ষায় সফল হন। বিভিন্ন ইন্টারভিউ ও মেডিকেল টেস্টের পর মেরিট লিস্টে ৬৬তম স্থান পান তিনি। প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় প্রায় ৮ হাজার জন পাশ করেছিল। ফাইনাল ইন্টারভিউয়ের পর ৪৭২ জনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে কমিশনড হতে চান।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page