একসঙ্গে ৮ জন সংক্রমিতের খোঁজ মিলেছে মালদায়
আরও আট পরিযায়ী শ্রমিকের দেহে পাওয়া গেল করোনাভাইরাসের সংক্রমণ। রবিবার রাতে মালদা মেডিকেল কলেজে ৩২২টি নমুনার পরীক্ষায় ১০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্তদের আটজন মালদা জেলা থেকে ও বাকি দুইজন উত্তর দিনাজপুর জেলার। আরও ৫১৫টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি।
সময়ের সাথে সাথে করোনার দাপট বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আটজন। ফলে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। গত ২৪ ঘণ্টায় ৩২২টি লালারসের নমুনার রিপোর্ট পাওয়া যায় মালদা মেডিকেল কলেজের থেকে। এর মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের আটজন মালদা জেলা থেকে ও বাকি দুইজন উত্তর দিনাজপুর জেলার।
[ আগের খবরঃ ইংরেজবাজারে করোনার থাবা, জেলায় আক্রান্ত এখন ২৬ ]
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, এই দিনে আট আক্রান্তদের মধ্যে অধিকাংশ মানিকচক এলাকার। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক, কালিয়াচক দুই নম্বর ব্লক, চাঁচল ২ নম্বর ব্লকের প্রতিটি থেকে একজন করে ও মানিকচকের পাঁচজন আছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সাত জনই ভিনরাজ্য থেকে এসেছেন। নতুন করে সাত করোনা আক্রান্তকে পুরাতন মালদার করোনা হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷
Comments