বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাল আনন্দধারার মহিলারা
top of page

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাল আনন্দধারার মহিলারা

জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল গ্রামোন্নয়ন দফতরে নিযুক্ত পশ্চিমবঙ্গ জেলাস্তরীয় ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ পরে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবিতে জেলাশাসক ও আনন্দধারা প্রকল্পের জেলা মিশন অধিকর্তাকে ডেপুটেশনও দেওয়া হয়৷



সংগঠনের পক্ষে এক সদস্য জানান, জেলা গ্রামোন্নয়ন দফতরের অধীনে আনন্দধারা প্রকল্পে প্রচুর মহিলা কাজ করেন৷ করোনা আবহেও তাঁরা কাজ করেছেন৷ যে সাম্মানিক তাঁদের দেওয়া হয়, তাতে তাঁরা সংসার চালাতে পারছেন না৷ তাই তাঁরা নিজেদের দাবি নিয়ে এসেছেন। তাঁদের দাবিগুলির মধ্যে হয়েছে, মাসিক ৩০ হাজার টাকার বেতন, স্থায়ীকরণ, নিয়োগপত্র প্রদান, সবাইকে সমান সাম্মানিক প্রদান, সঠিক ট্রাভেলিং অ্যালাওয়েন্স প্রদান, রি-অ্যাসেসমেন্ট বন্ধ করা, পদোন্নতি চালু করা, প্রভিডেন্ট ফান্ড ও চিকিৎসার সুযোগসুবিধা প্রদান, ওয়ার্কিং সার্টিফিকেট প্রদান করা, বাড়ির কাছাকাছি ব্লকে নিয়োগ এবং বিভিন্ন সরকারি সুযোগসুবিধা প্রদান করা৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page