শ্বাসরোধ করে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 1, 2021
- 1 min read
পারিবারিক বিবাদের জেরে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মানিকটোলা এলাকায়। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃত ওই গৃহবধূর নাম জুলী মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু'বছর আগে মানিকতলার বাসিন্দা পলাশ মণ্ডলের সাথে বিয়ে হয় ওই গৃহবধূর। নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক কারণে জুলীদেবীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আজ সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মেয়েকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী পলাশ মণ্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários