top of page

স্কুল শিক্ষককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের উত্তর সানিপার্ক এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Alleged attempt to kill in English Bazar
শিক্ষককে প্রাণে মেরে ফেলার চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী

আক্রান্ত স্কুল শিক্ষকের নাম কালি সিনহা। কালিয়াচক মাজরুল উলুম হাইমাদ্রাসার শিক্ষক তিনি। অভিযোগ, এলাকায় বাড়ি তৈরি করার পর থেকেই প্রতিবেশী সমীর সরকারের সাথে তাঁর বচসা লেগেই থাকে। সমীর তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়। আজ সকালে সমীর বাড়িতে ঢুকে তাঁদের ওপর চড়াও হয় এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আতঙ্কে তাঁরা বাড়ি ছেড়েছেন। বাধ্য হয়ে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page