Search
কাজিগ্রামে দুর্নীতির অভিযোগ ১০০ দিনের কাজে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 18, 2021
- 1 min read
তৃণমূল কংগ্রেস পরিচালিত কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে ফের সরব লক্ষ্মীপুর, ৫২ বিঘা সহ বাগবাড়ি এলাকার বাসিন্দারা। সম্প্রতি প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তুলে সঠিক তথ্য জানার জন্য আরটিআই করে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, কিন্তু তাদের যে তথ্য দেওয়া হয় তা অনেকটাই গরমিল। এই অভিযোগে বৃহস্পতিবার ডিপিআরডিও-র দ্বারস্থ হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজে একাধিক দুর্নীতি করেছে প্রধান এবং উপপ্রধান। এই অভিযোগ তুলে তারা গত ১৮/১২/২০২০ আরটিআই করেছিলেন। ১/১/২০২১ এ সেই আরটিআইয়ের জবাব আসে। কিন্তু অভিযোগ এই তথ্যে গরমিল আছে। তাই আবারও তারা আজ ডিপিআরডিও-র দ্বারস্থ হয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments