এলোপাতাড়ি কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ
এলোপাতাড়ি কোপ মেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর। আক্রান্ত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মোবারকপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তির নাম চিত্ত মণ্ডল। বাড়ি ইংরেজবাজারের মোবারকপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি-জায়গা নিয়ে বেশ কয়েকদিন আগে প্রতিবেশী সনাতন মণ্ডল ও তাঁর পরিবারের সঙ্গে গণ্ডগোল হয়েছিল চিত্তবাবুর। আজ সকালে চিত্তবাবু রেশ আনতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় সনাতন, চিত্তবাবুকে বাড়িতে টেনে এনে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
[ আরও খবরঃ কলেজে এসে জানতে পারলেন রিপোর্ট পজেটিভ, আতঙ্ক কলেজে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments