top of page

ফের ছিনতাইয়ের অভিযোগ মেডিকেল কলেজ চত্বরে

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ফের ছিনতাইয়ের অভিযোগ। রোগীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।


Complaints of robbery again in the medical college premises
ফাইল চিত্র।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার সঙ্গীতা ঘোষ নামে এক মহিলা আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে আউটডোরের নিচে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কেউ বা কারা ওই মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সঙ্গীতাদেবী। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হতে চলেছেন তিনি।


সঙ্গীতাদেবী জানান, দিনের আলোয় এভাবে মেডিকেল কলেজ চত্বরে চুরি ছিনতাই হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ চিকিৎসা করাতে আসবেন কীভাবে? প্রশাসনের উচিৎ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page