পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরীর, অবরোধ স্থানীয়দের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ বছর বয়সের কিশোরীর। ঘটনার প্রতিবাদে রাজ্যসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দেগুন এলাকায়।
মৃত ওই কিশোরীর নাম সাবিনা ইয়াসমিন ওরফে শামীমা (৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দেগুন গ্রামে। শামীমা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে, আজ দুপুরে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল শামীমা। সেই সময় একটি ইটবোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে শামীমাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমার। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মৃতদেহ নিয়ে করিয়ালি-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
[ আরও খবরঃ রাস্তায় চিকিৎসককে মারধর, পুলিশ ছবি তুলতে ব্যস্ত! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments