top of page

রাস্তায় চিকিৎসককে মারধর, পুলিশ ছবি তুলতে ব্যস্ত!

প্রকাশ্য রাস্তায় চিকিৎসককে মারধর, গাড়ি ভাঙচুর। পুলিশ তখন রুখে দাঁড়ানোর বদলে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ-এ। এই ঘটনায় আজ পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।



আক্রান্ত চিকিৎসকের নাম ওয়াসিমুল হক। বাড়ি পুখুরিয়ার পীরগঞ্জে। জানা গিয়েছে, গতকাল রাতে মালদা শহরের রাজ হোটেল মোড়ে ট্রাফিক পোস্টের সামনে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিয়োতে সাফ দেখা যাচ্ছে, কয়েকজন যুবক গাড়ির চালক সহ চিকিৎসককে মারধর করছে, গাড়ি ভাঙচুর করছে। সেই সময় কর্তব্যরত এক পুলিশকর্মী রুখে না দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। এই ঘটনার কড়া নিন্দা চলছে জেলা জুড়ে। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page