ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জেলাতেও ভোট লড়াইয়ে নামছে এই নতুন দল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 27, 2021
- 2 min read
আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা জেলার ১২টি আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আহ্বায়ক, ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি৷ গতকাল বিকেলে কালিয়াচকের বামনগ্রামে আয়োজিত এক ধর্মীয় সভায় যোগ দিতে এসে সংবাদমাধ্যমকে সেকথা জানান তিনি৷ আসন্ন ভোটে অন্য দলের সঙ্গে জোটের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি৷
আব্বাস সিদ্দিকি গতকাল সংবাদমাধ্যমকে বলেন, হায়দরাবাদ থেকে এবার আসাদউদ্দিন সাহেব এই রাজ্যের ভোটে অংশগ্রহণ করছেন৷ তিনি আমাকে জানিয়েছিলেন, এই রাজ্যে তিনিও দল নিয়ে আসছেন৷ তিনি আমার নির্মিত সেকুলার ফ্রন্টে থাকার কথাও বলেছেন৷ তাঁর সঙ্গে আমার আলোচনা চলছে৷ শুধু মিমই নয়, আরও অনেক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে৷ কংগ্রেস, এমনকি তৃণমূলও যোগাযোগ করেছে৷ তবে এখনও পর্যন্ত এসব কোনও দলের সঙ্গেই আমাদের নির্বাচনি জোট হয়নি৷ আপাতত আমরা ছোটো ছোটো কয়েকটি দল জোট বেঁধে আসন্ন নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি৷ কারণ, তৃণমূল দলটা এখন দুর্নীতিতে ভরে গিয়েছে৷ আর সেই দলের লোকজন এখন বিজেপিতে নাম লেখাচ্ছে৷ এদিকে কংগ্রেস ও বামফ্রন্টের শক্তিও আর আগের মতো নেই৷ ফলে মানুষ বুঝে পাচ্ছে না, কাকে সমর্থন করবে৷ তাই তারা আমাদের দিকে আসছে৷ আমরা নতুন মুখ, নতুন রক্ত নিয়ে রাজনীতিতে নেমেছি৷ মালদায় আমরা ছয়টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ এর মধ্যে যদি অন্য দলের সঙ্গে জোট হয়, তবে আসন সংখ্যা অবশ্য কমতে পারে৷ সেক্ষেত্রে আমরা আরও কম আসনে প্রার্থী দেব৷
[ আরও খবরঃ পদ্মশ্রী কমলি সোরেন, জেলার মুকুটে নতুন পালক ]
উল্লেখ্য, গত পরশুই রতুয়ায় সভা করে এই জেলার প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য পর্যবেক্ষক মাজিদ হোসেন৷ তারপর গতকাল কালিয়াচকে জেলার ছয়টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন আব্বাস সিদ্দিকি৷ সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় এই দুই দল নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যে হিসাব কষতে শুরু করেছে শাসক-বিরোধীরা৷ সত্যিই এই দুই দল যদি এই জেলায় নির্বাচনে অংশ নেয়, তবে শাসকদলকে অনেক দুর্ভোগ পোহাতে হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments