নার্স হতে চেয়েছিলেন, আর্থিক অভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন
নার্সিং পড়ার ইচ্ছে পূরণ না হওয়ায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবতি। শনিবার ওই যুবতির গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক ৩ ব্লকের লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত যুবতির নাম জয়শ্রী দাস (১৯)৷ বাবা কৈলাস দাস পেশায় দিনমজুর৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়শ্রী বরবারই স্কুলে ভালো রেজাল্ট করত। এলাকায় বুদ্ধিমতী হিসেবে পরিচিত ছিল সে। কয়েকদিন আগে জয়শ্রী বাড়িতে নার্সিং পড়ার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু কৈলাসবাবুর মেয়েকে নার্সিং পড়ানোর মতো সামর্থ্য ছিল না। বহু চেষ্টার পরে কৈলাসবাবু মেয়েকে সেকথা জানান। এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ে জয়শ্রী। শনিবার মাঝরাতে বাড়ির বারান্দায় জয়শ্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
প্রতীকী ছবি।
Comments