top of page

আমবাগানে সন্দেহজনক জার! ভিতরে মিলল বোমা

ফের বোমা উদ্ধার মালদায়। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বম্ব স্কোয়াড। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের শৈলাপুর এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানে একটি সন্দেহজনক জার দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমার হদিশ পায় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড ও দমকল বিভাগে। আপাতত উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে।


49-Bomb-recovery-in-Malda

এনিয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে ওই এলাকা থেকে ৪৯টি বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার হওয়া বোমাগুলি মজুত করা হচ্ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page