top of page

হরিশ্চন্দ্রপুরে ধর্ষণের শিকার তিন বছরের শিশু

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।



নির্যাতিতা শিশুর বাবা শ্রমিকের কাজ করেন। বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু নির্যাতিতা শিশুর বাড়িতে কম্বল তৈরির কাজ করছিল স্থানীয় এক যুবক কনক রবিদাস। দুপুরে ওই শিশুর মা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি আনতে যান। অভিযোগ, সেই সুযোগে কনক ওই শিশুকে ধর্ষণ করে। অঙ্গনওয়াড়ি থেকে ফিরে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন শিশুটির মা। তড়িঘড়ি নির্যাতিতা শিশুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দাদের সমস্ত ঘটনা জানান। আজ সকালে স্থানীয় লোকজনের পরামর্শে কনকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর পরিবারের লোকজন।



হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।


ছবি: পিক্স অ্যাবে।

1 Comment


Noj Hoq
Noj Hoq
Nov 30, 2019

এই ঘটনা টি হরিশ্চন্দ্র পুরের কোন গ্রামে ঘটেছে

Like

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page