জালনোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন
৮৫ হাজার টাকার জালনোট, দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
ধৃতদের নাম শ্রাবণ লালা সিং (৩৫), সন্তোষকুমার সিং (৩২) ও হরিপদ ঘোষ (২৭)। লালা ও সন্তোষ বিহারের পূর্ণিয়া ও কাটিহার এলাকার বাসিন্দা। হরিপদ চাঁচলের বিরস্থলি এলাকার বাসিন্দা।
[ আরও খবরঃ জেলার রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে চাঁচল থানার পুলিশ সুজাপুর এলাকার একটি আমবাগানে হানা দেয়। আমবাগানে ধাওয়া করে তিনজনকে ঘটনাস্থলে ধরে ফেলে পুলিশকর্মীরা। ধৃতদের তল্লাশি চালিয়ে ৮৫ হাজার টাকার জালনোট, দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Коментарі