২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত ২৪
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jun 23, 2020
- 1 min read
Updated: Aug 10, 2020
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৭৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ মিলেছে। এরমধ্যে মালদা জেলায় ২৪ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। একটি পুরোনো সংক্রমিতের রিপিট টেস্ট, যা আবার পজিটিভ পাওয়া গেছে। সাথে উত্তর দিনাজপুরের ১২ জন এবং দক্ষিণ দিনাজপুরের ৩৬ জন সংক্রমিত। এই জেলার নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷ গতকালের রিপোর্ট অনুযায়ী জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। সোমবারের সরকারি বুলেটিন অনুযায়ী এই মূহুর্তে জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৫৩ জন অর্থাৎ সুস্থ হয়ে উঠেছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নতুন ২৪ জন আক্রান্তদের মধ্যে পাঁচজন হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের ইসলামপুর ও ভালুকা এলাকার বাসিন্দা। এদিন নতুন করে ইসলামপুরে তিনজন ও ভালুকার দু’জন আক্রান্ত। হবিবপুরের বুলবুলচণ্ডী অঞ্চলে তিনজন ও কচুপুকুরে একজন করোনায় সংক্রমিত। মানিকচকের লালবাথানি অঞ্চলেও দু’জনের খোঁজ মিলেছে। ইংরেজবাজারেও আক্রান্ত হয়েছেন একজন, কালিয়াচকে পাঁচজনের খোঁজ পাওয়া গেছে। বাকিদের ঠিকানা খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।
টপিকঃ #CoronaVirus #CovidPositive














Comments