Search
চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, গাড়িতে আগুন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 1, 2023
- 1 min read
চোর সন্দেহে দুই যুবককে গণধোলাইয়ের অভিযোগ। চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার ভাবুক গ্রামপঞ্চায়েতের মিনাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ তিনজন যুবক পিকআপ ভ্যানে চুরি করা মালপত্র নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। ওই যুবকদের পিছু পিছু ধাওয়া করে স্থানীয়রা। অবশেষে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকায় দুই যুবককে ধরে ফেলে। এরপরেই চলে উত্তমমধ্যম। শুধু তাই নয় উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে পিকআপ ভ্যানটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে মালদা থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশকর্মীও। অবশেষে দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায় পুলিশ। উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ পিকআপ ভ্যানটিকেও।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments