ক্ষমতায় এসে উত্তরবঙ্গে অনেক কাজ করেছি, মালদায় দাবি মুখ্যমন্ত্রীর
top of page

ক্ষমতায় এসে উত্তরবঙ্গে অনেক কাজ করেছি, মালদায় দাবি মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত নির্বাচনের আগে গাজোলে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভামঞ্চ থেকে রাজ্য সরকারের ৩২টি প্রকল্পের সুবিধে ৩২ জন উপভোক্তার হাতে তুলে দেন তিনি৷ এদিন তিন জেলার মোট ১৬২টি প্রকল্পের উদ্বোধন এবং ২৬৪ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷ ১৬২টি প্রকল্প নির্মাণে খরচ হয়েছে ৫০৮ কোটি ৭৩ লক্ষ টাকা৷ শিলান্যাসের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ৬৭৪ কোটি ৪৭ লক্ষ টাকা৷ মালদা জেলায় প্রকল্পের উদ্বোধন হয়েছে ৫১টি ও শিলান্যাস হয়েছে ৫৭টি প্রকল্পের৷


সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পর মালদা ও দুই দিনাজপুরে প্রচুর কাজ হয়েছে৷ দুয়ারে সরকার প্রকল্পে তিন লাখ ৭২ হাজার ক্যাম্প করা হয়েছে৷ আবেদন জমা পড়েছে ৭ কোটি ৭৪ লক্ষ৷ পরিসেবা দেওয়া হয়েছে ৬ কোটি ৮২ লক্ষ মানুষকে৷ মালদায় ১২৩টি, উত্তর দিনাজপুরে ৭২টি এবং দক্ষিণ দিনাজপুরে ৪৭টি প্রকল্প করা হয়েছে৷ বালুরঘাটে নতুন এয়ারপোর্ট করা হচ্ছে৷ মালদা এয়ারপোর্ট আরও বড়ো করতে হবে৷ খুব দ্রুত মালদা, বালুরঘাট আর কোচবিহারে বিমান পরিসেবা চালু করার লক্ষ্য স্থির করা হয়েছে৷ মালদা জেলার ঐতিহাসিক সৌধগুলিকে সংস্কার ও সংরক্ষণের জন্য অনেক কাজ করা হয়েছে৷ ২০২৪ সাল শেষ হওয়ার আগে গৌড়বঙ্গের তিন জেলার প্রতিটি ঘরে পানীয় জল সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে৷ তবে রাজ্যের তরফে ১ কোটি ২০ লক্ষ ছেলেমেয়েকে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে৷ তফশিলি জাতি ও আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী এবং ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করা হয়েছে৷ এই কেন্দ্রীয় সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব৷ অথচ এই রাজ্যে বেকারের সংখ্যা ৪০ শতাংশ কমিয়ে আনা হয়েছে৷ তিনি দাবি করেন, কেন্দ্রের প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যে ১০ কোটি জবকার্ডধারীকে কাজ দেওয়া হয়েছে৷



সভামঞ্চ থেকে গঙ্গা ভাঙন ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আগে কেন্দ্রীয় সরকারের হাতেই নদী ভাঙন রোধের দায়িত্ব ছিল৷ সেই দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে৷ রাজ্যের আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও এবার ৪০০ কোটি টাকার কাজ হয়েছে৷ নদী ভাঙন রোধ করাই এখন তাঁর কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ৷ একইসঙ্গে তিনি জানান, মালদার আমকে বিদেশে রফতানি করার জন্য তাঁরা সবরকম ব্যবস্থা নিচ্ছেন৷ গোটা পৃথিবীতে যাতে মালদার আম যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে৷ গাজোল গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page