দু'দিন ব্যপী মালদা উৎসব শুরু হল বৃন্দাবনী ময়দানে
দিনের পর দিন জেলার লোকসংস্কৃতিকে ভুলতে বসেছে। সেই লোকসংস্কৃতিকে জিইয়ে রাখতে গত কয়েকবছর ধরে আয়োজিত হচ্ছে মালদা উৎসব। আজ থেকে সেই মালদা উৎসবের সূচনা হল।
দুদিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিত দাস ও কমিটির সম্পাদক মলয় সাহা। জেলার লোকসংস্কৃতি গম্ভীরা, মুখানাচের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উৎসবে। মাঠের মধ্যে বিভিন্ন স্টলে রয়েছে হস্তশিল্পের ভাণ্ডারও। বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থাও করা হয়েছে বৃন্দাবনী ময়দানে।
মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির পক্ষে মলয় সাহা জানান,
মালদা জেলার লোকসংস্কৃতিকে সামনে আনার জন্য ও সার্বিক সাংস্কৃতিক মানোন্নয়নের লক্ষ্য আজ ও আগামীকাল মালদা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে হস্তশিল্পের প্রদর্শনী ও বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আজ এই উৎসবের সূচনা হল। আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। আগামী মালদা উৎসবে আসছেন ক্যাকটাস ব্যান্ড খ্যাত সিধু। অন্যান্য বছরের তুলনায় এবছর মালদা উৎসব অন্যমাত্রা আনবে মালদাবাসীর কাছে। জেলার লোকসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ায় এই উৎসবের মূল উদ্দেশ্য।
[ আরও খবরঃ চাঁচলে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments