top of page

শেষ ২৪ ঘণ্টায় মালদায় নতুন করোনা আক্রান্ত ৮ জন

জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪।


আজ পশ্চিমবঙ্গে তাণ্ডব শুরু করেছে সুপার সাইক্লোন আমফান। আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার দাপট। বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৯২৯টি নমুনার পরীক্ষায় ১৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১৩টি রিপোর্ট মালদা জেলার বাকি দু’টি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার। আরও ৬১৫টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। জেলার যে ১৩ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গেছে, তারমধ্যে আটজন গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ আর বাকি পাঁচজন জেলার পুরোনো কোভিড আক্রান্তদের দ্বিতীয়বারের টেস্ট।

বুধবার রাতে মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল-এ যে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় তার মধ্যে ৮৭৪টি পুল টেস্ট এবং ৫৫টি একক ব্যক্তির টেস্ট। আজও পরীক্ষাগারে ৩,১৪৭টি ‘ব্যাকলগ’ রয়ে গেছে। ফলে আগামীদিনে আরও সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, দৌলতপুর, হরিশ্চন্দ্রপুরের ভৈরবপুর, গোবিন্দপুর, চকসাতান, সুলতাননগর, বাগবাড়ি, মিঠাপুর, লক্ষ্মীপুর, কালিয়াচকের মোরারি চাঁদপুর, ভূতনি ও মানিকচক অঞ্চলের একজন করে ও কালিয়াচকের সেলিমপুর এলাকার দুইজন এই তালিকায় আছেন।


সংবাদের সত্যতা যাচাই করে দ্রুততার সাথে এই পোস্টটি আপডেট করার কাজ চলছে...
Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page