রাজস্থান থেকে শ্রমিকদের নিয়ে ১০টি বাস এল মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল

- May 6, 2020
- 1 min read
Updated: Aug 11, 2020
অবশেষে রাজস্থানের আজমের থেকে ফিরল জেলার শ্রমিকরা। গতকাল রাতে ডানকুনি থেকে বাসে জেলায় এসে পৌঁছন ওই শ্রমিকরা। রাতেই তাঁদের স্ক্রিনিং ও লালারস সংগ্রহ করে ১৪ দিনের হোম কোয়রান্টিনের নির্দেশে বাড়িতে পাঠানো হয়েছে।
রাজস্থানে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন জেলার বহু শ্রমিক। গত পরশু রাজস্থানের আজমের থেকে বিশেষ ট্রেনে ডানকুনি এসে পৌঁছোয় প্রায় ১২০০ শ্রমিক। গতকাল ২৭৯ জন শ্রমিককে ১০টি বাসে করে মালদায় পাঠানো হয়৷ ওই শ্রমিকদের মধ্যে ২২৫ জন মালদার। বাকিরা উত্তর দিনাজপুরের বাসিন্দা৷ রাত ১০টা নাগাদ সেই বাস এসে পৌঁছয় গৌড়কন্যা বাস টার্মিনাসে৷ টার্মিনাসে ওই শ্রমিকদের সমস্ত তথ্য সংগ্রহ সংগ্রহ করে জেলাপ্রশাসন৷ পরে তাঁদের স্ক্রিনিং ও লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
[ আরও খবরঃ টাঙনপাড়ে ফসলের খোঁজ, সাঁকো বানাচ্ছে চাষিরা ]
ভিনরাজ্য ফেরত এক শ্রমিক জানান, রাজস্থানে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন তাঁরা। আজমের থেকে স্পেশাল ট্রেনে তাঁরা ডানকুনি আসেন। তাঁদের কাছ থেকে ট্রেনের ভাড়া নেওয়া হয়নি৷ পাশাপাশি তাঁদের জন্য ট্রেনেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল৷
জেলাপ্রশাসন জানিয়েছে, ওই শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্টের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷ রাতেই খাবার খাইয়ে ওই শ্রমিকদের বাড়ি পাঠানো হয়েছে৷ আপাতত ওই শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷
টপিকঃ #Lockdown #MigrantWorkers














Great readd thanks