top of page

কালিয়াচকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধৃত ১, শারীরিক সম্পর্কের স্বীকারোক্তি ধৃতের

কালিয়াচকে কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করেছে বলে দাবি করেছেন পুলিশসুপার।


1-arrested-in-case-of-Kaliachak-dead-bodies-recovery
ধৃত ব্যক্তি পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করেছে। সংবাদ চিত্র।

পুলিশসুপার প্রদীপকুমার যাদব বলেন, কালিয়াচক এলাকার এক ব্যক্তি বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। গতকাল ওই কিশোরী তার সঙ্গে দেখা করতে আসে। কালিয়াচকের ওই খেতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। ওই কিশোরী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু ওই ব্যক্তি বিবাহিত হওয়ায় আতঙ্কে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সে ওই কিশোরীকে খুন করে। এরপর ঘটনাস্থলে মৃতদেহ ফেলে বাড়িতে চলে যায়। আজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদনে ওই ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page