top of page

শূন্য পজিটিভিটি রেট জেলায়, তবে করোনার টিকা নিতে হবে প্রত্যেককে

অবশেষে স্বস্তির খবর। জেলায় করোনা সংক্রমণের হার শূন্যে নেমে এল। এই খবর শোনার জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল জেলাবাসী। আজ সেই সুখবর দিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এনিয়ে আনন্দে ভেসে যাওয়ার কোনও জায়গা নেই। করোনাকে দূরে রাখতে সবাইকে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে। একইসঙ্গে টিকা নিতে হবে প্রত্যেককে।


এদিন মেডিকেলের অধ্যক্ষ জানান, এই মুহূর্তে মালদা মেডিকেলের কোভিড বিভাগে মাত্র তিনজন রোগী ভরতি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা জেলা থেকে ৭০টি লালারসের নমুনা পরীক্ষার জন্য এখানে এসেছিল। তার মধ্যে কোনও নমুনায় সংক্রমণ পাওয়া যায়নি। তাই বলা যেতেই পারে, এই মুহূর্তে জেলায় কোভিডের পজিটিভিটি রেট শূন্য। তবে আরও কয়েকদিন এমন ট্রেন্ড দেখতে চাইছেন তাঁরা। পার্থবাবু সাফ জানিয়ে দিয়েছেন, এনিয়ে আনন্দে গা ভাসিয়ে দেওয়ার কোনও জায়গা নেই। এখনও জেলাবাসীকে কঠোরভাবে করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে। প্রত্যেককে টিকা নিতে হবে। তবেই করোনার তৃতীয় ঢেউ থেকে নিজেদের সুরক্ষিত রাখা যাবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page