Search
প্রকাশ্য দিবালোকে যুবকে গুলি করে খুন, উত্তেজনা চাঁচলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 29, 2023
- 1 min read
জমি বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন যুবককে। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালতিপুর বিধানসভার অন্তর্গত জালালপুর চৌরঙ্গীপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও।
মৃত যুবকের নাম সইদুর রহমান (৩০)। বাড়ি জালালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে জমি বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীরা সইদুর রহমানকে গুলি করে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। ছুটে আসেন এসডিপিও চাঁচল শুভেন্দু মণ্ডলও। অভিযোগ, এলাকায় পৌঁছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত নজতা। অবশেষে বেলা ১২টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios