top of page

পুলিশের তৎপরতায় চুরি যাওয়া বাইক ফিরে পেলেন যুবক

এক মাস পর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া মোটরবাইক মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে মোটরবাইক চুরির অভিযোগ দায়ের করেন মোহম্মদ খাইরুল নামে এক ব্যক্তি। বাংলা-বিহার সীমান্তে নাকা চেকিং চলাকালীন ওই চোরাই মোটরবাইক সহ এক যুবককে আটক করে পুলিশ। মোটরবাইকের নথিপত্র না থাকায় মোটরবাইক সহ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দেখা যায় উদ্ধার হওয়া মোটরবাইকটি চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ খাইরুল সাহেবের হাতে চুরি যাওয়া মোটরবাইক তুলে দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ভূমিকায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন খাইরুল সাহেব।


youth-recovered-stolen-bike-due-to-police-action
উদ্ধার হওয়া মোটরবাইক মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page