আত্মহত্যার চেষ্টায় ব্রিজ থেকে নদীতে ঝাঁপ যুবকের
গতকাল বিকেলে ইংরেজবাজারের বাইপাস ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন এক যুবক। আজ তাঁর মৃতদেহ ভেসে উঠল যদুপুর-২ অঞ্চলে। মৃতদেহটি উদ্ধারের কাজ চলছে।
মৃত যুবকের নাম রাজু গুপ্তা। বাড়ি যদুপুর-২ গ্রামপঞ্চায়েতের মহেশপুরের বাগানপাড়া এলাকায়। জানা গিয়েছে, গতকাল বিকেল পাঁচটা নাগাদ ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যার চেষ্টায় ব্রিজ থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দেয়। এরপর নৌকো নিয়ে অনেক খোঁজাখুঁজির পরও গতকাল যুবকের দেহের হদিশ মেলে নি। আজ তাঁর মৃতদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। নদী থেকে মৃতদেহটি উদ্ধারের কাজ শুরু করেন জেলার বিপর্যয় টিমের সিভিল ডিফেন্স সদস্যরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentáře