top of page

আম বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

বাড়ির পাশের আম বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকার পেমাই গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Youth found hanging in Malda Bhaluka

মৃত ব্যক্তির নাম সুজন মণ্ডল (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পেমাই গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুজন সব সময় নেশায় আসক্ত থাকত। লকডাউনে কাজকর্ম হারানোর পর কোনো কাজও ছিল না। নেশার কারণে পরিবারের সাথে প্রায়শই অশান্তি লেগে থাকত সুজনের। আজ সকালে এলাকার মানুষজন বাড়ির পাশের আম বাগানে সুজনের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পরিবারের সদস্যদের অনুমান, কর্মহীন অবস্থায় মানসিক অবসাদে নেশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সুজন।
মৃতের দিদি সরলা মণ্ডল বলেন, সকালে জানতে পারি সুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সুজন মদ খেয়ে বাড়িতে প্রচণ্ড অশান্তি করত, কাজকর্ম কিছু করত না। নেশাগ্রস্ত হয়েই মানসিক অবসাদে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।


ভালুকা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page