top of page

পিকনিক শেষে মৃত্যু যুবকের

যুবকের ক্ষত-বিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের বড়োনগর ডাঙা এলাকায়। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।মৃত যুবকের নাম সাহেব মোমিন (২১)। সাহেব বড়োনগর এলাকার বাসিন্দা। ওষুধের দোকানে কাজ করত সাহেব। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে তাদের বাড়িতেই পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বাড়ি থেকে সামান্য দূরে আত্মীয়র বাড়িতে সেই খাওয়ার দিতে বাড়ি থেকে বেড়িয়েছিল সাহেব। এরপর আর বাড়ি ফেরেনি সে। সোমবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের সামান্য দূরে সাহেবের রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।


পরিবারের দাবি, সাহেবের সঙ্গে কারোও শত্রুতা ছিল না। কী কারণে সাহেবকে খুন করা হল তা নিয়ে ধন্দে রয়েছে সাহেবের পরিবারের লোকজন।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page