নেশামুক্তি কেন্দ্র থেকে পালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
নেশামুক্তি কেন্দ্র থেকে পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষীপুর এলাকায়।
মৃত ওই যুবকের নাম সোনা সাহা (২৫)। বাড়ি মানিকচক থানার মথুরাপুরে। ওই নেশামুক্তি কেন্দ্রের এক কর্মী জানান, চা দিতে যাওয়ার সময় ১৩ জন যুবক পালানোর চেষ্টা করে। ১২ জন পালিয়ে গেলেও পালাতে গিয়ে তিনতলা ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক যুবক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তার।
মৃত ওই যুবকের বাবার অভিযোগ,
গত ১৭ জানুয়ারি ছেলেকে নেশা থেকে মুক্ত করার জন্য লক্ষ্মীপুর এলাকায় নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলাম। শুনতে পেলাম, কেন্দ্র থেকে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios