top of page

যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকে

যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কালিয়াচক থানার শাহবাজপুর গ্রামে। মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল (২৫)। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাড়ির খাবার খেয়ে ঘুরতে বের হয় রাজেশ। রাতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করেও রাজেশের সন্ধান পায়নি।


আজ সকালে বাড়ি থেকে দুশো মিটার দূরে বাঁশবাগানে রাজেশের মৃতদেহ দেখতে পান গ্রামের লোকেরা। খবর পেয়ে বাড়ির লোক ঘটনাস্থলে গিয়ে দেখে রাজেশের গলায় দাগ রয়েছে, শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


youth-body-recovered-in-kaliachak
বাঁশবাগানে যুবকের মৃতদেহ দেখতে পান গ্রামের লোকেরা। প্রতীকী ছবি

মৃতের ভাই জয়ন্ত মণ্ডল জানান, গতকাল রাতে দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় এগারোটা নাগাদ। বাড়ি ফিরে না আসায় আমরা রাত একটার সময় ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাই। আজ সকালে আমাদের বাড়ি থেকে দুশো মিটার দূরে দাদার মৃতদেহ উদ্ধার হয়। দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page