প্রেমঘটিত কারণে খুন? আমবাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রেমঘটিত কারণে খুন করা হয়েছে দাবি পরিবারের। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের নাম টোটন মণ্ডল (২১)। সোমবার বিকেলে স্থানীয় একটি আমবাগান থেকে টোটনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক যুবতির সঙ্গে টোটনের প্রেমের সম্পর্ক ছিল। মৃতের পরিবারের অভিযোগ, প্রেমঘটিত কারণেই মেয়ের বাড়ির লোকজন টোটনকে খুন করেছে।
অন্যদিকে মেয়ের বাড়ির অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে উত্ত্যক্ত করত ওই যুবক। এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নিউ নর্মাল পরিস্থিতিতে সম্প্রতি স্কুল শুরু হয়েছে। স্কুল থেকে আসার পথে ওই যুবতিকে উত্যক্ত করার পাশাপাশি এর আগেও বাড়িতে চড়াও হয়ে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে ওই যুবক। সেই অভিযোগও পুলিশে জানিয়েছেন মেয়ের পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্ত করলে সমস্ত বিষয় উঠে আসবে বলে দাবি করেছেন মেয়ের পরিবারের লোকজন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários