top of page

আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার যুবক

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। সোমবার পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খরবা এলাকার ফাঁকা জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল ধৃত যুবক। সেই সময় ওই এলাকায় পুলিশি অভিযান চলছিল। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় ওই যুবককে।



চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম তমাল দাস (২৩)। বাড়ি চাঁচল থানার খরবা এলাকায়। ধৃতকে আঝ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page